সোমবার (২৭ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের মিলনায়তনে অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
অলিম্পিয়াডে ঢাকার ‘বি’ অঞ্চলের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নেয়।
প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবদুল আলীমের সভাপতিত্বে অলিম্পিয়াডে প্রধান অতিথি ছিলেন জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সেলিম ভুঁইয়া ও লাইফ অ্যান্ড আর্থ ফ্যাকাল্টির ডিন ড. মো. জাকারিয়া মিয়া।
অলিম্পিয়াডের শুরুতে জবি উপাচার্যের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বিজ্ঞান ভবন থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ অলিম্পিয়াডে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
ডিআর/আরআর