ঢাকা, বুধবার, ২০ ভাদ্র ১৪৩১, ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে ‘ডিটেক্টিভ সোসাইটি অব সূর্য সেন হল’র যাত্রা শুরু

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
ঢাবিতে ‘ডিটেক্টিভ সোসাইটি অব সূর্য সেন হল’র যাত্রা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্য সেন হলের ক্রিমিনোলজি বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘ডিটেক্টিভ সোসাইটি অব সূর্য সেন হল’র যাত্রা শুরু হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) হলের অতিথি কক্ষে প্রথমবারের মতো সংগঠনটির সভা অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনটির কমিটিও ঘোষণা করা হয়।

 

এতে উপদেষ্টা হিসেবে রয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম ও হল শাখা ছাত্রলীগের সভাপতি মো. গোলাম সরোয়ার।

সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মো. শফিউল ইসলাম রাজু এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তৃতীয় বর্ষের মো. ফখরুদ্দীন বেপারী।

কমিটির বাকি সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক সাব্বির হাসান সৌরভ, দফতর সম্পাদক মো. মনিরুজ্জামান মিন্টু, প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মামুন এবং রাকিব (সদস্য), সাকিব (সদস্য)।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
এসকেবি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।