ঢাকা, বুধবার, ২০ ভাদ্র ১৪৩১, ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবি’র এফ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৭
ইবি’র এফ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সম্মান প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। 

প্রকাশিত ফলাফলে পাশের হার ৬.১১ শতাংশ বলে জানা গেছে। সে হিসেবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে মোট ১৭৫ জন পাশ করেছেন।

 

‘এফ’ ইউনিট সমন্বয়কারী সূত্রে জানা গেছে, শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ‘এফ’ ইউনিটের সমন্বয়কারী সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রাশিদ আসকারীর কাছে ফলাফল হস্তান্তর করেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ এবং ‘এফ’ ইউনিটের সদস্য সহকারী অধ্যাপক আনিসুর রহমান ও মতিয়ার রহমান মোল্লা।

উল্লেখ্য, শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ‘এফ’ ইউনিটে ১০০ আসনের বিপরীতে ৩ হাজার ৭৭৪ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেন। আবেদনকারীদের মধ্যে ২ হাজার ৮৬৩ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।  

ভর্তি পরীক্ষার ফল ও মেধা তালিকায় সাক্ষাৎকারের তারিখ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইট www.iu.ac.bd থেকে পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।