ঢাকা, বুধবার, ২০ ভাদ্র ১৪৩১, ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবির ভর্তি পরীক্ষার ‘বি’ ও ‘জি’ ইউনিটের ফল প্রকাশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
ইবির ভর্তি পরীক্ষার ‘বি’ ও ‘জি’ ইউনিটের ফল প্রকাশ ‘বি’ ও ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল হস্তান্তর। ছবি: বাংলানিউজ

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ‘বি’ ও ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বরাবর আনুষ্ঠানিকভাবে এ দুই ইউনিটের ফলাফল হস্তান্তর করে সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারীরা।

প্রকাশিত ফলাফলে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত 'বি' ইউনিটে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ৫ হাজার ৯৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন এবং ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত 'জি' ইউনিটে ১ হাজার ৪৩৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন।

'বি' ইউনিটের ফলাফল হস্তান্তরকালে সেখানে উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেলিম তোহা, ‘বি’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. মোহা. জাহাঙ্গীর হোসেন, 'বি' ইউনিটের সদস্য অধ্যাপক ড. এএইচএম আক্তারুল ইসলাম, অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, অধ্যাপক ড. গৌতম কুমার দাস, অধ্যাপক ড. মোহা. সাইদুর রহমান।

অপরদিকে 'জি’ ইউনিটের ফলাফল হস্তান্তরকালে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেলিম তোহা, ‘জি’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, 'জি' ইউনিটের সদস্য অধ্যাপক ড. মো. মাহবুবুল আরফিন, অধ্যাপক ড. মো. জাকারিয়া রহমান, অধ্যাপক ড. মো. রুহুল আমিন, অধ্যাপক ড. শেলীনা নাসরীন, সুতাপ কুমার ঘোষ উপস্থিত ছিলেন।

এ বছর ‘বি’ ইউনিটে ৪২০টি আসনের বিপরীতে ১৪ হাজার ৪২৪ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ১৪ হাজার ৪০২ জন।

অপরদিকে ‘জি’ ইউনিটে ৪৫০টি আসনের বিপরীতে ৯ হাজার ১৩৫ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ৭ হাজার ৫৫২ জন।
 
মেধা ও অপেক্ষমান তালিকায় অবস্থান, বিষয়ভিত্তিক ও মোট প্রাপ্ত নম্বর ইত্যাদি ফলাফল সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.iuac.bd) পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।