ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেতন বৃদ্ধির দাবিতে শিক্ষকদের সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
বেতন বৃদ্ধির দাবিতে শিক্ষকদের সংবাদ সম্মেলন

কুড়িগ্রাম: প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পরের ধাপে বেতন স্কেল বৃদ্ধি, পদোন্নতিসহ ৫দফা  দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোট কুড়িগ্রাম জেলা শাখা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন-  সংগঠনের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন-  সহ-সভাপতি হর চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক জাকির হোসেন বকসী, মোশারফ হোসেন, মশিয়ার রহমান, রুহুল আমিন প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন-  প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকের পরের ধাপে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণ করা না হলে আগামী ২৩ ডিসেম্বর থেকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরন অনশন কর্মসূচির ঘোষণা দেন তারা।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
এফইএস/বিএস 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।