রোববার (১৭ ডিসেম্বর) দুপুর ১টায় রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম।
রজতজয়ন্তীর সদস্য সচিব সহযোগী অধ্যাপক মো. শাহ নুর বাংলানিউজকে জানান, ২০১৮ সালের ২২ ও ২৩ ফেব্রুয়ারি দু’দিনব্যাপী এ রজতজয়ন্তী অনুষ্ঠিত হবে।
তিনি আরো জানান, রেজিস্ট্রেশন ফি গণিত বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সোনালী ব্যাংকের বিশ্ববিদ্যালয়ের শাখা অ্যাকাউন্টে অথবা বিকাশের (০১৭১১-৯০৩৯৫০, ০১৭৪০-৫৯৭৯৩৮) মাধ্যমে দেওয়া যাবে।
এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, অধ্যাপক ড. সাজেদুল করিম, অধ্যাপক ড. রাশেদ তালুকদার, ড. গোলাম আলী হায়দার, ড. আশরাফ উদ্দিন, ড. সামসুন নাহার বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
ওএইচ/