ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে সাংবাদিকের উপর হামলায় শাবি প্রেসক্লাবের নিন্দা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
ঢাবিতে সাংবাদিকের উপর হামলায় শাবি প্রেসক্লাবের নিন্দা

শাবিপ্রবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সাংবাদিক নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। 

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব সভাপতি আব্দুল্লাহ আল মনসুর ও সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ওয়াসিফ এক বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে তারা বলেন, গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গত ১৭ ডিসেম্বর সকালে ঢাবি প্রশাসনিক ভবনের ২০৬ নম্বর কক্ষে তিন কর্মকর্তার হামলায় আহত হন দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি কবির কানন।

সংবাদ সংগ্রহের ছবি তুলতে গেলে তার ওপর হামলা চালানো হয়, যা স্বাধীন মত প্রকাশের জন্যে হুমকি।  

শাবি প্রেসক্লাব নেতারা বলেন, এ ধরনের গর্হিত কাজ ভবিষ্যতে যাতে কেউ না করে সেজন্য জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।