বুধবার (২০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৃথক পৃথকভাবে এ কর্মসূচি পালন করা হয়।
দুপুরের দিকে প্রশাসনিক ভবনের সামনে কর্মকর্তাদের সংগঠন অফিসার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের এডিশনাল ডাইরেক্টর এ টি জি এম গোলাম ফিরোজের সভাপতিত্বে ও সাইবার সেন্টার ও ই-লার্নিং সেন্টারের অবজারভার মাসুদার রহমানে সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হকসহ অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতারা।
সমাবেশ শেষে অধ্যাপক ড. মো. রহমত উল্লাহর একটি কুশপুত্তলিকা দাহ করা হয়।
এদিকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য থেকে অধ্যাপক ড. রহমত উল্লাহর অপসারণের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কর্মচারী ইউনিয়ন।
সমাবেশে বক্তারা বলেন, এ বিশ্ববিদ্যালয়ের যিনি ভাল চান না তাকে আমরা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দেখতে চাই না। কর্মচারী নীতিমালা রিভিউ কমিটির প্রতি শ্রদ্ধা না দেখিয়ে বরং তিনি উল্টা রিভিউ কমিটি গঠন করার কথা বলে কালক্ষেপণ করার পায়তারা করছেন। তাই কর্মচারী ইউনিয়ন পক্ষা থেকে তাকে দ্রুত অপসারণের জন্য জোর দাবি জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আবুল কালাম আজাদ ও সেক্রেটারি মো. নুর আলম মিয়াস প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এএটি