ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ঢাবি রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচনের তারিখ পরিবর্তন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
ঢাবি রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচনের তারিখ পরিবর্তন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে ঢাকার বাইরের গাজীপুরের চান্দনা ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ কেন্দ্রের ভোট গ্রহণের তারিখ পরিবর্তন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ১৬ জানুয়ারি (মঙ্গলবার, ২০১৮) নির্বাচন অনুষ্ঠিত হবে।



বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের তফসিল অনুযায়ী ১৩ জানুয়ারি এই কেন্দ্রে ভোট গ্রহণের দিন ধার্য ছিল কিন্তু আগামী ১২, ১৩ ও ১৪ জানুয়ারি টঙ্গীতে অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমার কারণে কেন্দ্রের ভোট গ্রহণের তারিখ পুনঃনির্ধারণ করা হলো। তফসিল বিজ্ঞপ্তির অন্যান্য কার্যক্রম অপরিবর্তিত থাকবে। ’

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
এসকেবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।