ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ময়মনসিংহে বিনামূল্যে নতুন বই পাবে ২৭ লাখ শিক্ষার্থী 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
ময়মনসিংহে বিনামূল্যে নতুন বই পাবে ২৭ লাখ শিক্ষার্থী 

ময়মনসিংহ: বিভাগের চার জেলার প্রায় ২৭ লাখ শিক্ষার্থী পাচ্ছে বিনামূল্যের নতুন বই। নতুন বছরের প্রথম দিনে সোমবার (১ জানুয়ারি) এসব শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হবে। 

বই উৎসব ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি চলছে পুরোদমে। এ উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন।

 

তিনি বাংলানিউজকে জানান, নতুন বছরের প্রথম দিন ময়মনসিংহ বিভাগের চার জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৯ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ২ কোটি ৭৬ লাখ বই বিতরণ করা হবে।  

জানা যায়, বরাবরের মতো এবারো নতুন বছরের প্রথম দিনেই ময়মনসিংহের প্রতিটি বিদ্যালয়ের শিশুশ্রেণি থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে বিনামূলে বই তুলে দেওয়া হবে।  

নতুন বইয়ের উৎসব ঘিরে ময়মনসিংহের শেরপুর, নেত্রকোনা, জামালপুর ও ময়মনসিংহের প্রায় ৯ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। নতুন বইয়ের সুবাস নিতে উন্মুখ কোমলমতি শিক্ষার্থীরা।  

ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন সূত্র জানায়, ইতোমধ্যে ময়মনসিংহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই পৌঁছে গেছে। ৯০ শতকরা বই বুঝে পেয়েছেন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। বাকি বই দু’একদিনের মধ্যে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে যাবে।  

ময়মনসিংহ জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, বই উৎসবের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে আমাদের। পহেলা জানুয়ারি নগরীর ময়মনসিংহ জিলা স্কুলে সকাল সাড়ে ১০টায় বিভাগীয় পাঠ্য উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন।  

একই দিন দুপুর সাড়ে ১২টায় নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা পাঠ্য উৎসবে জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেবেন।  

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন বাংলানিউজকে জানান, আগে নতুন বই পেতে শিক্ষার্থীদের বছরের অর্ধেকটা সময়ই চলে যেতো। এখন সরকারের যুগান্তকারী এ কর্মসূচির ফলে বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে পড়াশোনায় মনোনিবেশ করতে পারছে শিক্ষার্থীরা।  

তিনি বলেন, ময়মনসিংহের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সব শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়ার প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। উৎসবমুখর পরিবেশেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭ 
এমএএএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।