ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ইবতেদায়িতে সর্বোচ্চ পাস রাজশাহীতে, সিলেটে সর্বনিম্ন 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
ইবতেদায়িতে সর্বোচ্চ পাস রাজশাহীতে, সিলেটে সর্বনিম্ন 

ঢাকা: ইবতেদায়িতে পাসের হারে এগিয়ে রাজশাহী বিভাগ। আর সর্বনিম্ন পাসের হার সিলেটে। শনিবার (৩০ ডিসেম্বর) সকালে প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া যায়।

এবছর ইবতেদায়িতে ২ লাখ ৫৪ হাজার ৩৯৯ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ২ লাখ ৩৬ হাজার ৪৪৪ জন।



রাজশাহী বিভাগে পাস করেছে ৯৬ দশমিক ২৮ শতাংশ। যা ৭ বিভাগের মধ্যে সর্বোচ্চ। আর সিলেট বিভাগে পাস করেছে ৮৬ দশমিক ৯২ শতাংশ।  

সারাদেশের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, এবছর ৬১টি উপজেলায় পাসের হার শতভাগ। এরমধ্যে পঞ্চগড় জেলার পাসের হার সর্বোচ্চ। এই জেলায় পাস করেছে ৯৯ দশমিক ০২ শতাংশ। আর সর্বনিম্ন পাসের হার ফরিদপুর জেলায়। জেলাটিতে গড় পাসের হার ৭৮ দশমিক ৪০ শতাংশ। জেলার চরভদ্রাসন উপজেলায় সবচেয়ে কম পরীক্ষার্থী পাস করেছে। এই উপজেলায় পাস করেছে মাত্র ৪৪ দশমিক ৪৪ শতাংশ ‍শিক্ষার্থী।
 
বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
এসএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।