শনিবার (৩০ ডিসেম্বর) প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পঞ্চম শ্রেণিতে মোট ২৮ লাখ ৬ হাজার ৯৬ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য তালিকাভুক্ত হয়। এদের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ২৬ লাখ ৯৬ হাজার ২১৬ জন।
সব বিষয়ে উত্তীর্ণ হয় ২৫ লাখ ৬৬ হাজার ২৭১ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ১১ লাখ ৭৬ হাজার ৩৩০ জন ছাত্র অর্থাৎ ৪৫ দশমিক ৮৪ শতাংশ ছাত্র উত্তীর্ণ হয়। আর মেয়ে শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে ১৩ লাখ ৮৯ হাজার ৯৪১ জন অর্থাৎ ৫৪ দশমিক ১৬ শতাংশ।
ঝরে পড়েছে ১ লাখ ৯ হাজার ৮৮০
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার ঝরে পড়েছে ১ লাখ ৯ হাজার ৮৮০ জন শিক্ষার্থী। কেননা, পঞ্চম শ্রেণিতে মোট ২৮ লাখ ৬ হাজার ৯৬ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য তালিকাভুক্ত হয়। এদের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ২৬ লাখ ৯৬ হাজার ২১৬ জন। অর্থাৎ ১ লাখ ৯ হাজার ৮৮০ জন শিক্ষার্থী ঝরে পড়েছে। এর মধ্যে ৫৯ হাজার ৫৯৭ জন ছেলে এবং মেয়ে হচ্ছে ৫০ হাজার ২৮৩ জন। মেয়ে শিক্ষার্থীদের মধ্যে ঝরে পড়ার হারও কম।
বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
ইইউডি/এসএইচ