ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৮৮.৩৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৮৮.৩৮ দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান তার কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন। ছবি: বাংলানিউজ 

দিনাজপুর: দিনাজপুরে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এবার গড় পাসের হার ৮৮ দশমিক ৩৮ শতাংশ।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।  

গত বছরের চেয়ে এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা উভয়ই কমেছে।

গত বছর পাসের হার ছিল ৯২ দশমিক ৯৯ শতাংশ ও জিপিএ- ৫ পেয়েছিল ছিল ২৭ হাজার ৮৯ জন।  

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১৭ সালের জেএসসি পরীক্ষায় ২ লাখ ২৮ হাজার ৩৪৮ জন শিক্ষার্থীর মধ্যে ২ লাখ ১ হাজার ৮০৯ জন পাস করেছে। এর মধ্যে ছাত্র ৯৭ হাজার ৬৪৯ জন ও ছাত্রী ১ লাখ ৪ হাজার ১৬০ জন।

গড় পাসের হার ৮৮ দশমিক ৩৮ শতাংশ। ফলাফলে এবারও ছাত্রদের তুলনায় ছাত্রীরা সামান্য এগিয়ে রয়েছে। ছাত্রদের পাসের হার ৮৭ দশমিক ৮৬ শতাংশ ও ছাত্রীদের পাশের হার ৮৮ দশমিক ৮৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ০৬২ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ২৭ হাজার ৭৯ জন।

ফলাফলে গতবারের চেয়ে এবার শতভাগ পাসকৃত বিদ্যালয়ের সংখ্যা কমেছে দিনাজপুর শিক্ষা বোর্ডে। এবার শতভাগ পাসকৃত বিদ্যালয়ের সংখ্যা ৫৮০টি যা গত বছর ছিল ৮৯৯টি।  

এদিকে, কেউ পাস করেনি এমন ১৩টি স্কুল হলো- গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার কালিরকান্দা জুনিয়র স্কুল, নীলফামারী সদর উপজেলার রামনগর আদর্শ বালিকা বিদ্যানিকেতন, একই উপজেলার উত্তর কানিয়াল কথা জুনিয়র স্কুল, নীলফামীর ডোমার উপজেলার টিনবাট শহীদ স্মৃতি জুনিয়র হাই স্কুল, একই জেলার জলঢাকা উপজেলার গোলামন্দা আদর্শ জুনিয়র বালিকা বিদ্যালয়, কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার রামরতন আইডিয়ার জুনিয়র বালিকা বিদ্যালয়, দিনাজপুরের খানসামা উপজেলার মারগাঁও আদর্শ জুনিয়র স্কুল, ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার লাহুচান্দ উচ্চ বিদ্যালয়, একই উপজেলার বুটডাঙ্গী জুনিয়র স্কুল, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার থেপরীগঞ্জ জুনিয়র বালিকা বিদ্যালয়, একই উপজেলার আপনকুকি বানজি জুনিয়র স্কুল এবং বোদা উপজেলার আরজি শিকারপুর বাগানবাড়ী মডেল জুনিয়র হাই স্কুল বাকি একটির নাম জানা হয় নি। গত বছর এ সংখ্যা ছিল ৬টি।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান সাংবাদিকদের বলেন, গত বছরের তুলনায় এবার জেএসসি ফলাফল তেমন সন্তোষজনক নয়। কারণ ইংরেজিতে প্রশ্নপত্র কঠিন হওয়ার কারণে প্রায় ১১ হাজার শিক্ষার্থী পাস করেনি। এছাড়া এবার পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা সামান্য কমেছে।  

তিনি বলেন, এবার কেউই পাস করেনি (শূন্য ফলাফল প্রাপ্ত) বিদ্যালয়ের ১৩টি। এদিকে শতভাগ পাসকৃত বিদ্যালয়ের সংখ্যাও কমেছে। এবার শতভাগ পাশকৃত বিদ্যালয় ৫৮০টি গত বছর ছিল ৮৯৯টি। কেউ পাস করেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তোফাজ্জুর রহমান।

ফলাফল প্রকাশের সময় দিনাজপুর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মো. ফারাজ উদ্দিন তালুকদার, উপ-সচিব ড. আব্দুর রাজ্জাক, বিদ্যালয় পরিদর্শক রবীন্দ্র নারায়ণ ভট্টাচার্য, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. হারুন-অর-রশিদ, উপ-বিদ্যালয় পরিদর্শক মো. আলতাফ হোসেন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. রাকিবুল ইসলাম, শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আজিজুল হক শাহ, সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানীসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।