ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

শিক্ষা

যশোরে পিইসিতে ফেল সাড়ে ৩ হাজার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
যশোরে পিইসিতে ফেল সাড়ে ৩ হাজার

যশোর: যশোরে প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) সাড়ে তিন হাজারের বেশি শিক্ষার্থী ফেল করেছে। গত বছরের তুলনায়  এ বার কমেছে পাসের হার। 

এবার প্রাথমিক সমাপনী পরীক্ষায় যশোরে ৯১ দশমিক ১৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গত বছর পাসের হার ছিল ৯৭ দশমিক ২৩ শতাংশ।

শনিবার (৩০ ডিসেম্বর) প্রকাশিত ফলাফলে দেখা গেছে, চলতি বছর যশোর জেলায় ৪৪ হাজার ৩৭০ জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে ৪৪ হাজার ৩০৭ জন পরীক্ষায় অংশ নেয়। প্রকাশিত ফলাফলে ৪০ হাজার ৬৫৫ জন উত্তীর্ণ হয়েছে। ফেল করেছে ৩ হাজার ৬৪৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৮৮ জন।  

গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ৩৩৬ জন। এ মধ্যে ছাত্র ১ হাজার ৯২৮ জন এবং ছাত্রী ২ হাজার ১৬০ জন। মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ছিল ২১ হাজার ৬৮ জন এবং ছাত্রী ছিল ২৩ হাজার ২৩৩ জন।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
ইউজি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।