ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ময়মনসিংহে জেএসসিতে সাফল্য ধরে রেখেছে শহরের স্কুলগুলো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
ময়মনসিংহে জেএসসিতে সাফল্য ধরে রেখেছে শহরের স্কুলগুলো

ময়মনসিংহ: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলে ময়মনসিংহের নামিদামি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকেও এগিয়ে রয়েছে স্কুলগুলো।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে ফলাফল প্রকাশের পর এসব স্কুলের আঙ্গিনা মেধাবীদের পদচারণায় মুখর হয়ে ওঠে।

নগরীর গর্ব ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে চলতি বছর ৫২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে।

এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫১ জন শিক্ষার্থী।  

বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ১০৮ জন পরীক্ষার্থীর ৯৭ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৯ জন। পাসের হার ৮৯.৪১ শতাংশ।  

ময়মনসিংহ জিলা স্কুলের ২৮০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৭৯ জন। জিপিএ-৫ পেয়েছে ২৫৩ জন। পাসের হার ৯৯.৬৪ শতাংশ।  

বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩১৬ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৯৫ জন। পাসের হার শতভাগ।  

ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ১৭২ পরীক্ষার্থীর ১৭২ জনই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৫৯ জন। ক্যান্টনম্যান্ট বোর্ড হাই স্কুলের ১৫৯ জন শিক্ষার্থীর মধ্যে ফেল করেছে একজন। জিপিএ-৫ পেয়েছে ৬৯ জন। পাসের হার ৯৯.৩৭ শতাংশ।  

সরকারি ল্যাবরেটরি হাই স্কুলের ১১৮ জনের মধ্যে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন।  

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭ 
এমএএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।