ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সাংবাদিক নির্যাতনের ঘটনায় শাবি প্রেসক্লাবের নিন্দা

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৮
সাংবাদিক নির্যাতনের ঘটনায় শাবি প্রেসক্লাবের নিন্দা

(শাবিপ্রবি): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক আহসান জোবায়েরের ওপর অতর্কিত হামলাও নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’।

শনিবার (০৬ জানুয়ারি) বিকেলে এক যৌথ বিবৃতিতে প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মনসুর ও সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ওয়াসিফ এ নিন্দা ও প্রতিবাদ জানান।

এতে জানানো হয়, গত বুধবার (০৩ জানুয়ারি) জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অনুসারী অয়নকে সভাপতি তরিকুল ইসলামের অনুসারী তানভীর চৌধুরী শাকিল হাতুড়ি দিয়ে মাথা থেতলিয়ে দেওয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে ফলাওভাবে প্রকাশ হয়।

এর জের ধরে বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) দুপুরে সাংবাদিক আহসান জোবায়েরের মাথায় কাঁচের গ্লাস দিয়ে আঘাত করেন শাকিল।

বিবৃতিতে এ ধরনের ঘটনাকে স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত পেশার প্রতি হুমকি উল্লেখ করে হামলাকারী শাকিলকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।