ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রশ্নফাঁস রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
প্রশ্নফাঁস রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বক্তব্য রাখছেন মো. সোহরাব হোসাইন।

মৌলভীবাজার: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন বলেছেন, দেশে চলমান শিক্ষা ব্যবস্থায় আলোচিত বিষয় হচ্ছে প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষার হলে শিক্ষার্থীদের উত্তর বলে দেওয়া। এসব সমস্যা রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের ১২৫ বছর পূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

সোহরাব হোসেন বলেন, প্রশ্নপত্র ফাঁস একটি ন্যাক্কারজনক বিষয়।

এসবের মধ্যে থাকলে দেশ ও জাতি পিছিয়ে পড়বে। এসব বিষয় মাথায় রেখে আমরা তার সমাধানে কাজ করছি।

প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি নবাব আলী নকী খানের সভাপতিত্বে এবং অধ্যক্ষ আব্দুল কাদিরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মো. রোকনুজ্জামান, শিক্ষা সচিবের একান্ত সহকারী কাজী শাহজাহান, জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মো. গোলাম রাব্বী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।