ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবির বর্ষসেরা গবেষক অধ্যাপক ইউনুছ-আতিক

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
শাবিপ্রবির বর্ষসেরা গবেষক অধ্যাপক ইউনুছ-আতিক

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গবেষণাখাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ পেয়েছেন দুই শিক্ষক। তারা হলেন- রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুছ এবং সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহ মোহাম্মদ আতিকুল হক।

রোববার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত ৫ম বার্ষিক গবেষণা সম্মেলনে এ পুরস্কার ঘোষণা করা হয়।  

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং অধ্যাপক ড. জহিরুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. হালিম চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন, ড. এ. জেড. এম. মঞ্জুর রশিদ।

 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, গবেষক, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মান্নান বলেন, গবেষণার পরিধি বাড়ানোর জন্য আমরা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও ব্যাংককে যুক্ত করেছি। তিনি শাবিপ্রবিকে গবেষণায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।