ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে আন্তর্জাতিক সম্মেলন শুরু শনিবার

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
জাবিতে আন্তর্জাতিক সম্মেলন শুরু শনিবার সংবাদ সম্মেলন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ আয়োজনে তিনদিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ২৭ জানুয়ারি (শনিবার) শুরু হতে যাচ্ছে। চলবে ২৯ জানুয়ারি (সোমবার) পর্যন্ত।

বুধবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের গণিত ও পরিসংখ্যান ভবনের সেমিনার রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সম্মেলনের সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার।

তিনি বলেন, প্রথম বারের মতো গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ৭টি বিষয়ের সমন্বয়ে আন্তর্জাতিক এ সম্মেলন হতে যাচ্ছে।

এ সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইটালি, জাপান, ভারত, নেপাল ও বাংলাদেশের স্বনামধন্য বিজ্ঞানীরা অংশ নেবে। সম্মেলনে ১৫০টির অধিক বিজ্ঞানভিত্তিক গবেষণাকর্ম উপস্থাপন করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সম্মেলনের সচিব অধ্যাপক মো. শরিফ উদ্দিন, অধ্যাপক ফরিদ আহমদ, অধ্যাপক হাফিজুর রহমান, অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবির, অধ্যাপক মোহাম্মাদ আমির হোসেন ভূঁইয়া, সহযোগী অধ্যাপক আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমান ও সাখওয়াত হোসনে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।