ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে সংগীত উৎসব শুরু

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
ঢাবিতে সংগীত উৎসব শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী নিয়মিত বার্ষিক সংগীতায়োজন সংগীত উৎসব শুরু হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

সংগীত বিভাগের চেয়ারম্যান ড. মহসিনা আক্তার খানমের (লীনা তাপসী) সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশীদ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. কাজী মো. মফিজুর রহমান এবং নজরুল গবেষক ও ইমেরিটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম।

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, গণতন্ত্র, সমাজতন্ত্রসহ সংবিধানের মূলনীতিগুলো বাংলার গানের সঙ্গে সম্পৃক্ত। বাংলার গানের সুর ও বক্তব্য মানবতাবাদী, এগুলো এ ক্যাম্পাসে থাকবে, অসুর থাকবে না। মানবতাবাদী উদার ও নৈতিকগুণের অধিকারী ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সবাই মিলে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের অশুভ শক্তিকে রুখবে।

‘বাংলার গান’ শীর্ষক এ বছরের উদ্বোধনী অনুষ্ঠানে দেশ বরেণ্য শিল্পীদের স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্ত শিল্পীরা হলেন - কণ্ঠশিল্পী সুবীর নন্দী, সেতার বাদক ফিরোজ খান, কবি ও গীতিকার জাহিদুল হক, সুরকার সেলিম আশরাফ এবং বংশীবাদক মো. মনিরুজ্জামান।  
এছাড়া বিভাগের প্রয়াত শিক্ষক নীলুফার ইয়াসমীন স্মরণে বিভাগের অনার্স ফাইনাল পরীক্ষায় সর্বোচ্চ সিজিপি প্রাপ্ত জান্নাতুল ফেরদৌস নীলাকে ‘নীলুফার ইয়াসমিন স্মারক বৃত্তি’ দেওয়া হয়।

দুই দিনব্যাপী সংগীতায়োজনের প্রথম দিন ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করেন। অতিথি শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেন সুবীর নন্দী। দ্বিতীয় দিন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করবেন। এছাড়াও থাকবে অতিথি শিল্পীদের পরিবেশনা।
 
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
এসকেবি/জেডএস         

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।