ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পরীক্ষার আগের রাতেও বরগুনায় রমরমা কোচিং বাণিজ্য

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
পরীক্ষার আগের রাতেও বরগুনায় রমরমা কোচিং বাণিজ্য

বরগুনা: জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে কোচিং বন্ধের নির্দেশনার পরও এসএসসি পরীক্ষা শুরুর আগের রাতে বরগুনায় চলছে রমরমা কোচিং বাণিজ্য।

বুধবার (৩১ জানুয়ারি) রাত ১০টার দিকে বরগুনা সরকারি কলেজ সংলগ্ন অক্সফোর্ড রেসিডেন্সিয়াল কোচিং সেন্টার, কেজি স্কুল সড়কের মেধা কোচিং সেন্টার, বাগান বাড়ি এলাকার উদয়ন স্কুল অ্যান্ড কলেজে সরেজমিনে দেখা যায় কোচিং বাণিজ্যের এ দৃশ্য।

অক্সফোর্ড রেসিডেন্সিয়াল কোচিং পরিচালনাকারী মাস্টার নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, আমরা কোচিং বন্ধে কোনো নির্দেশনা পাইনি।

তাই কোচিং করানো হচ্ছে। আমাদের মতো অনেক কোচিং সেন্টার চলছে।  

উদয়ন স্কুল অ্যান্ড কলেজের পরিচালক জাকির হোসেন জানান, আমাদের এ বিদ্যালয় ডে ও নাইট শিফট। এখানে সবসময় ক্লাস হবে। এটা বন্ধ করার জন্য সরকারি কোনো নির্দেশনা নেই।

সারাদেশে কোচিং বন্ধের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। কিন্তু নির্দেশ না মেনে অমান্য করে বরগুনায় চলছে রমরমা কোচিং বাণিজ্য। বরগুনা জেলায় প্রায় দুই শতাধিক ছোট-বড় কোচিং সেন্টার রয়েছে। যার বেশিরভাগই আইন অমান্য করে পরিচালিত হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্রী জানান, বিদ্যালয়ে শিক্ষকদের পাঠদান প্রক্রিয়া নাজুক, তাই বাধ্য হয়ে কোচিং করছে তারা।

পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বন্ধে গত শুক্রবার (২৬ জানুয়ারি) থেকে দেশের সব ধরনের কোচিং বন্ধের নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী।  

এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক মোখলেছুর রহমান বাংলানিউজকে জানান, কোচিং বন্ধে প্রচারণা হয়েছে যথেষ্ট, তারপরেও যদি কেউ নির্দেশনা অমান্য করে তবে সেসব কোচিংয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ০৪২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।