ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গণিত পরীক্ষায় বরিশাল বোর্ডে অনুপস্থিত ৫১৩, বহিষ্কার ১২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
গণিত পরীক্ষায় বরিশাল বোর্ডে অনুপস্থিত ৫১৩, বহিষ্কার ১২

বরিশাল: বরিশালে এসএসসি পরীক্ষার গণিত বিষয়ে ৫১৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া বরিশাল নগরে ৪, ঝালকাঠিতে ১, পটুয়াখালীতে ১, বরগুনায় ২ ও ভোলায় ৪ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।

অনুপস্থিতির মধ্যে ভোলা জেলায় ৯২, বরগুনায় ৬৫, পটুয়াখালীতে ১১৮, পিরোজপুরে ৫৭, ঝালকাঠিতে ৪৩ ও বরিশালে ১৩৮ জন রয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) গণিত পরীক্ষায় মোট ৯৮ হাজার ২০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৭ হাজার ৬৯০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আনোয়ারুল আজিম বাংলানিউজকে জানান, এবার এসএসসি পরীক্ষায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের আওতায় বিভাগের ৬ জেলায় ১লাখ ৩ হাজার ৭৮৮ জন পরীক্ষার্থী রয়েছে। ১ হাজার ৪২৬টি বিদ্যালয়ের এই শিক্ষার্থীরা বিভাগের ৬ জেলার মোট ১৭২টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা।

মোট পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ২১০ জন ছাত্র ও ৫১ হাজার ৫৭৮ জন ছাত্রী রয়েছে। এদের মধ্যে ৮৪ হাজার ৮৩৩ জন নিয়মিত পরীক্ষার্থী রয়েছে। এছাড়াও জিপিএ উন্নয়নে ৮৩ জন এবং অনিয়মিত ১৮ হাজার ৮৭২ জন পরীক্ষার্থী রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা ফেব্রুয়ারি ১০, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।