ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সৈয়দপুরে মোবাইল ফোনে প্রশ্নপত্র পাওয়ায় আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
সৈয়দপুরে মোবাইল ফোনে প্রশ্নপত্র পাওয়ায় আটক ১

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় মোবাইল ফোনে প্রশ্নপত্রসহ এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এছাড়া অসদুপায় অবলম্বন করায় বহিষ্কার করা হয়েছে এক ছাত্রকে।

জানা গেছে, সকালে সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুল পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় জায়েদ আলী নামে এক পরীক্ষার্থীর দেহ তল্লাশি করে একটি মোবাইল ফোন পাওয়া যায়। মোবাইল ফোনে ওই পরীক্ষার প্রশ্নপত্র থাকায় তাকে আটক করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদ।

সে লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের ছাত্র।

অপরদিকে, একই কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে নয়ন চন্দ্র দেবনাথ নামে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সে বোতলাগাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

ইউএনও মো. বজলুর রশীদ বলেন, পরীক্ষা শুরুর আগে ফোনে প্রশ্নপত্র পাওয়ায় আটক করা হয় জায়েদ আলীকে। এ ঘটনায় মামলা করে তাকে থানায় সোপর্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।