ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয় খুলছে শনিবার

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
ইসলামী বিশ্ববিদ্যালয় খুলছে শনিবার

ইবি: শীতকালীন ছুটি শেষে শনিবার (১৭ ফেব্রুয়ারি) খুলছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। দীর্ঘ ১১দিন ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লফিত বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, এ বছরের শীতকালীন ছুটি ২৩ ডিসেম্বর থেকে ০৩ জানুয়ারি পর্যন্ত নির্ধারিত ছিলো।

কিন্তু ০৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন উপলক্ষে নির্ধারিত ছুটি বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে ০৬ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত পুনরায় নির্ধারণ করা হয়।

তবে বৃহস্পতিবার ও শুক্রবার দুইদিন বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় শনিবার (১৭ ফেব্রুয়ারি) থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।