ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘শুধু আমদানি নয়, জ্ঞান সৃষ্টি করতে হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
‘শুধু আমদানি নয়, জ্ঞান সৃষ্টি করতে হবে’ বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

ঢাকা: দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গবেষণার ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অষ্টম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাহিদ এ আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জ্ঞানচর্চার পাশাপাশি গবেষণা বাড়াতে হবে।

গবেষণার মাধ্যমে নতুন জ্ঞানসৃষ্টির দিকে মনোযোগী হতে হবে।

তিনি বলেন, আমরা সবসময় বিদেশ থেকে জ্ঞান আমদানি করবো এটা যেনো না হয়।

শিক্ষামন্ত্রী বলেন, সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জ্ঞান অর্জন করতে হবে। বিশ্বমানের শিক্ষা, প্রযুক্তি জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে।  

বিজ্ঞান শিক্ষার ওপর গুরুত্বারোপ করে নাহিদ বলেন, বিজ্ঞানের মৌলিক বিষয়গুলোকে বাদ দিয়ে জগতকে এগিয়ে নেওয়া যাবে না। জ্ঞান অর্জনের সঙ্গে নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অষ্টম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বের প্রথম বিশ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।  

এবারের প্রতিযোগিতায় প্রথম হয়েছেন- নটরডেম কলেজের দীপ্ত আকাশ বিশ্বাস, দ্বিতীয় স্থান অর্জন করেছেন খুলনার সরকারি এমএম সিটি কলেজের তামজিদ হোসেন তানিম এবং তৃতীয় স্থান অর্জন করেছেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অনিক মজুমদার।

বাংলাদেশ রসায়ন সমিতির সভাপতি আব্দুল কারিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্ত খান, অষ্টম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের আহ্বায়ক ওহাব খান, পরীক্ষা কমিটির আহ্বায়ক নিলুফার নাহার, রসায়ন সমিতির সাধারণ সম্পাদক আফতাব আলী শেখ, প্রতিযোগিতার সহ-আহ্বায়ক শাখাওয়াৎ হোসেন ফিরোজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
এমইউএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।