ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এইচএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
এইচএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবি এইচএসসি পরীক্ষার্থীদের মাননবন্ধন। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: আসন্ন উচ্চ মাধ্যমিক স্কুল সাটিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবি জানিয়েছে পরীক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মো. আশরাফুল আলম।

তিনি বলেন, আসন্ন এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এ সময়সূচিতে বিষয় ভিত্তিকভাবে অসামঞ্জস্য রয়েছে। যা শিক্ষক ও শিক্ষার্থীসহ সব অভিভাবক মহলে অগ্রহণযোগ্য হিসেবে পরিগণিত হয়েছে। তাদের সবার চিন্তা ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে উচ্চ শিক্ষার অন্যতম স্তম্ভ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ এসএইচসি পরীক্ষা। বিষয় ভিত্তিকভাবে এমন সময়সূচি সত্যিই দুঃখজনক। তিনি শিক্ষামন্ত্রীকে এ বিষয়ে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
এমএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।