ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবিতে ‘আরবি ভাষার বৈশিষ্ট্য’ বিষয়ক সেমিনার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
ইবিতে ‘আরবি ভাষার বৈশিষ্ট্য’ বিষয়ক সেমিনার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘হিস্টোরিকাল অ্যান্ড লিঙ্গুইস্টিক ফেচার অব অ্যারাবিক ল্যাংগুয়েজ’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগ এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- কলকাতা বিশ্ববিদ্যালয়ের অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান বিভাগের অধ্যাপক ড. এম ইশারাত আলী ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মোশতাক আহমেদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আরবি বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান ও অধ্যাপক ড. রফিকুল ইসলামের হাসান।

আরবি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নেছার উদ্দীন।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।