ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মারধরকারী ঢাবির সেই চেয়ারম্যানকে অব্যাহতি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
মারধরকারী ঢাবির সেই চেয়ারম্যানকে অব্যাহতি চেয়ারম্যান ড. মেজবাহ উল ইসলাম।

ঢাকা বিশ্ববিদ্যালয়: সহকর্মীকে মারধরের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ড. মেজবাহ উল ইসলামকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (১৮ মার্চ) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যানকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

একাডেমিক বিষয় দেখার জন্য কলা অনুষদের ডিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।  ঢাবিতে সহকর্মীকে মারলেন বিভাগীয় চেয়ারম্যান! এর আগে মঙ্গলবার (১৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ-উল-ইসলাম সহযোগী অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলামকে নিজ কক্ষে মারধর করেন। এ ঘটনার প্রতিবাদে বিভাগের শিক্ষার্থীরা রোববার (১৮ মার্চ)সকালে মানববন্ধন করেন।

মানববন্ধন শেষে এ ঘটনার বিচার দুই দফা দাবিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বরাবর স্মারকলিপি দিয়েছেন।

দাবিগুলো- বিভাগের সব ধরনের কার্যত্রম থেকে চেয়ারম্যানকে সাময়িক অব্যাহতি ও ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে তদন্ত কমিটি গঠন। এরপরেই উপাচার্য এ পদক্ষেপ গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।