ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ঢাবিতে চিত্র প্রদর্শনী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ঢাবিতে চিত্র প্রদর্শনী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাবি: বর্ষবরণের অনুষ্ঠান চলার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আলোকচিত্র প্রদর্শনী করা হয়েছে।

শনিবার (১৪ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসিতে) এ চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে শিক্ষার্থীরা। এতে কোটা সংস্কার আন্দোলনে আহত শিক্ষার্থীদের ছবি তুলে ধরার পাশাপাশি এ ঘটনার বিচারও চেয়েছেন তারা।

এর আগে তারা একই দাবিতে ক্যাম্পাসে মিছিল করে।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগের মাস্টার্সের ছাত্রী অরণী বাংলানিউজকে বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীরা এ আয়োজন করেছি। বর্তমানে ক্যাম্পাসে আমরা নিরাপদ নই। পুলিশ কেন আমাদের ক্যাম্পাসে এসে হামলা করবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে হামলা করার অধিকার নাই তাদের।

আলোকচিত্রগুলো দেখতে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজমুল হাসান সোহাগ বলেন, এ ছবিগুলো একদিন ইতিহাস হয়ে থাকবে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
এসকেবি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।