ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রজ্ঞাপন চেয়ে ঢাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫২ ঘণ্টা, মে ১৪, ২০১৮
প্রজ্ঞাপন চেয়ে ঢাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ  ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে বিক্ষোভ/ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রজ্ঞাপন চেয়ে ক্লাস বর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ করছে আন্দোলনকারীরা।

সোমবার (১৪ মে) সকাল থেকে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা এ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদেরর ব্যানারে সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয়

ফাঁকা ক্লাসরুমগ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষেভ মিছিল শুরু হয়। মিছিলটি মধুর ক্যান্টিন, বিজনেস ফ্যাকাল্টি, জিয়া হল, সূর্যসেন হল হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফের গ্রন্থাগারের সামনে এসে শেষ হয়।



এসময় তারা প্রজ্ঞাপনের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেয়। তবে কিছু বিভাগে নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, মে ১৪, ২০১৮
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।