রোববার (২৭ মে) দুপুরে অধ্যাপক সামাদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে বিষয়টি জানানো হয়েছে।
অধ্যাপক সামাদ জাতীয় কবিতা পরিষদের সভাপতি ছিলেন। এছাড়া বিভিন্ন মেয়াদে তিনি ঢাবি সিনেট ও সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০০৯-২০১২ সাল পর্যন্ত পরিচালক ছিলেন। ২০১২ সাল থেকে ২০১৬ পর্যন্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) -এর উপাচার্য ছিলেন।
তার শিক্ষকতার অভিজ্ঞতা ৩৪ বছর। মার্কিন যুক্তরাষ্ট্রের উইনোনা স্টেট ইউনিভার্সিটিতে ভিজিটিং অধ্যাপক হিসেবে ২০০৫ এবং ২০০৯ সালে পর-পর দুইবার পাঠদান করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাথেরিন ক্যান্ডাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল সোশ্যাল ওয়ার্ক-এর গবেষণা ফেলো ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, মে ২৭, ২০১৮/আপডেট: ১৬২৭ ঘণ্টা
এসকেবি/আরআর