রোববার (১০ জুন) সকাল ৯টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নিতে দেশের বিভিন্ন জেলার নন-এমপিও শিক্ষকরা রাজধানীর উদ্দেশে আসছেন বলে জানিয়েছেন শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহা।
তিনি বলেন, এমপিওভুক্তির জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি থাকলেও প্রস্তাবিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব না থাকায় রোববার থেকে প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করব।
প্রসঙ্গত, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের ব্যানারে গত বছরের ২৬-৩০ ডিসেম্বর পর্যন্ত পাঁচদিন জাতীয় প্রেসক্লাবের সামনে খোলা আকাশের নিচে দিবারাত্রি অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা-কর্মচারীরা। এরপর একই জায়গায় গত ৩১ ডিসেম্বর থেকে দাবি আদায়ে আমরণ অনশন করেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আশ্বাস পাওয়ার পর ৫ জানুয়ারি আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা।
বাংলাদেশ সময়: ০৫৪০ ঘণ্টা, জুন ১০, ২০১৮
এমএফআই/এমজেএফ