বুধবার (২০ জুন) বিকেলে দেশের প্রথম বালিকা বিদ্যালয় কুষ্টিয়ার কুমারখালী পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ১৫৫ বছর পূর্তি উদযাপন এবং প্রাক্তন ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, অবিভক্ত বাংলায় ও পরবর্তীতে বাংলাদেশে নারী জাগরনে এ নারী শিক্ষা প্রতিষ্ঠান বিশাল ভূমিকা রেখেছে।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য আব্দুর রউফ, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম সুলতানা আফরোজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. নাসরিন আহমেদ প্রমুখ।
১৫৫ বছর আগে ১৮৬৩ সালে যখন নারী শিক্ষার কথা কল্পনাও করা যায়নি, সে সময়ে গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কাঙাল হরিনাথ মজুমদার মাত্র আটজন নারী শিক্ষার্থী নিয়ে এ বিদ্যাপীঠ গড়ে তোলেন।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুন ২০, ২০১৮
জিপি