জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ‘আমরা নাট্য শ্রমিক, নাটক আমাদের শ্রম ও ঘামের ফসল’ এই স্লোগানে জাহাঙ্গীরনগর থিয়েটার ১০ দিনব্যাপী ‘নাট্য কর্মশালা-২০১৮’র আয়োজন করেছে। বুধবার (১১ জুলাই) থেকে শুরু হয়ে এই কর্মশালা চলবে ২০ জুলাই পর্যন্ত।
মঙ্গলবার (১০ জুলাই) জাহাঙ্গীরনগর থিয়েটারের সাধারণ সম্পাদক দীপঙ্কর চক্রবর্তী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রতি বছরের মতো এবারও জাহাঙ্গীরনগর থিয়েটার নাট্য কর্মশালার আয়োজন করতে যাচ্ছে।
এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন আঙ্গিক অভিনয়ে ভারত সরকারের কাছ থেকে স্বর্ণপদক প্রাপ্ত অভিনয় বিশেষজ্ঞ সুমন সাহা। এছাড়া প্রশিক্ষণ দেবেন হৃদয় পাল।
কর্মশালায় অভিনয়, নির্দেশনা, মঞ্চ ব্যবস্থাপনা, উচ্চারণ, অভিনয়ের কলাকৌশল, নাটকের ইতিহাসসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদপত্র দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
আরআর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।