বুধবার (১৮ জুলাই) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তানজির ইতিহাস বিভাগের মাস্টার্সের ছাত্র।
বিভাগের শিক্ষক এমএ কাউসার বলেন, কোটা সংস্কার একটি যৌক্তিক আন্দোলন। পর্যায়ক্রমে কোটা কমিয়ে আনা প্রতিটি সরকারের দায়িত্ব ছিল। কিন্তু তারা তা না করে শিক্ষার্থীদের ওপর দমন নিপীড়ন চালাচ্ছে। অবিলম্বে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।
এসময় ক্যাম্পাসে নিরাপত্তা চাই, বাক স্বাধীনতা চাই, শিক্ষকদের ওপর হামলা কেন? প্রশাসন চুপ কেন? ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
এসকেবি/ওএইচ/