বুধবার (১৮ জুলাই) সকালে কলেজে মোবাইল ফোন ব্যবহারে এ নিষেধাজ্ঞা জারি করে কলেজ কর্তৃপক্ষ।
শিক্ষার্থীদের ক্লাসমুখী ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে কলেজ কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত।
নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বাংলানিউজকে বলেন, ‘ডিজিটাল বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহার করতে পারবো না কেনো? আমরা তো ক্লাসে মোবাইল ব্যবহার করি না। আমাদের ক্যাম্পাসে ফোন ব্যবহার করলে তো কোনো সমস্যা নেই। এছাড়া আমাদের কাছে মোবাইল ফোন পেলে তা কেড়ে নেওয়ার কথা বলা হয়েছে। আমাদের সঙ্গে অনেকেই আছে যারা শহরের বাইরে থেকে কলেজে আসে। ’
এ বিষয়য়ে জানতে চাইলে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান বলেন, ক্লাস চলাকালীন সময়ে মেয়েরা মোবাইল ফোন ব্যবহার করছে। তারা গান শুনছে এবং গল্প করছে। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আমরা কলেজ ক্যাম্পাসে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছি।
তবে শিক্ষার্থীরা ক্যাম্পাসে নরমাল ফোন সঙ্গে রাখতে পারবেন, কোনো স্মার্টফোন রাখতে পারবেন না বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
জিপি