সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলায় সর্বমোট অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ছয় হাজার ৩০৬ জন ছাত্রী এবং সাত হাজার ৬৭৪ জন ছাত্র। পাস হওয়া আট হাজার ৭৪ জনের মধ্যে তিন হাজার ৪৭৯ ছাত্র এবং চার হাজার ৫৯৫ জন ছাত্রী।
এদিকে, হবিগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপীঠ বৃন্দাবন সরকারি কলেজ অন্যান্য বছরের তুলনায় উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। পুরো হবিগঞ্জ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৩৭ শিক্ষার্থী। এরমধ্যে শুধু বৃন্দাবন সরকারি কলেজেরই ৩১ জন। বাকি ছয়জন অন্য প্রতিষ্ঠানের।
এ বিষয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. এলিয়াছ হোসেন বাংলানিউজকে জানান, এ বছর বৃন্দাবন সরকারি কলেজ থেকে ১ হাজার ৪৭৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১ হাজার ২৯৫ জন। পাসের হার ৮৭.৮৬ শতাংশ।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
এনটি