ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির ৫১তম সমাবর্তনে অংশ নিতে করণীয়

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
ঢাবির ৫১তম সমাবর্তনে অংশ নিতে করণীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা পাদদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তন আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণের জন্য নিয়মাবলী প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর।

সোমবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, আগামী ২-৯-২০১৮ তারিখ রাত ১২টার মধ্যে http://convocation.du.ac.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

এতে ৫০তম সমাবর্তনের পর থেকে ৫১তম সমাবর্তন-২০১৮ এর আবেদনের শেষ তারিখের পূর্ব পর্যন্ত যাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে বা হবে সেসব গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তরা সমাবর্তনে নির্ধারিত নিবন্ধন ফি জমা দিয়ে অংশ নিতে পারবেন।

নিবন্ধন ফি বিকাশ অথবা সোনালী ব্যাংকের যে কোনো শাখায় (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখা ছাড়া) সোনালী সেবার মাধ্যমে জমা দেওয়া যাবে।  

বিকাশে ফি পরিশোধের জন্য উপরোক্ত লিংকে ক্লিক করে প্রাথমিক তথ্য দেওয়ার পর ফি পেমেন্টের অপশন হিসেবে বিকাশ নির্বাচন করতে হবে। ওয়েবসাইটের বিকাশ গেটওয়েতে ব্যক্তিগত বিকাশ নম্বর দিতে হবে। এরপর মোবাইলে পাওয়া ৬ ডিজিটের ভেরিফিকেশন কোড এবং পিন দিয়ে প্রক্রিয়া শেষ করতে হবে। এসএমএস-এর মাধ্যমে গ্র্যাজুয়েট তার ফি জমার বিষয়ে নিশ্চিত বার্তা পেয়ে যাবেন।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।