বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে সদর উপজেলার বৌলাই এলাকায় সাস্ট ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি নামক একটি প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই প্রতিষ্ঠানে কিশোরগঞ্জ সায়েন্স অ্যান্ড মেডিকেল টেকনোলজির নার্সিং, ফিজিওথেরাপি ও ল্যাবরেটরি বিভাগের ব্যবহারিক পরীক্ষা চলছিল।
এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের বৌলাই সড়কে অবস্থান নিয়ে প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন। এর ফলে দু’দিক থেকে বিভিন্ন যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুশামা মো. ইকবাল হায়াত বাংলানিউজকে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য রাহিমা আক্তার নামে এক শিক্ষার্থীকে থানায় নেওয়া হয়েছে। এ হামলার পেছনে তার ইন্ধন থাকতে পারে বলে প্রত্যক্ষদর্শীরা তাকে জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
জিপি