সোমবার (১০ সেপ্টেম্বর) যৌন হয়রানির শিকার ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেলে লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগপত্রে ওই ছাত্রী উল্লেখ করেন, রোববার (০৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে পদার্থ বিজ্ঞান বিভাগের ছাদে আমাকে যৌন হয়রানিমূলক অশালীন কথা বার্তা বলে ৪১তম ব্যাচের এক ছাত্র।
এ বিষয়ে জানতে বিভিন্ন মাধ্যমে চেষ্টা করার পরেও ৪১তম ব্যাচের ওই ছাত্রের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেলের পরিচালক অধ্যাপক রাশেদা আখতার বাংলানিউজকে বলেন, ‘অভিযুক্ত ওই ছাত্র মাদকাসক্ত। তার কথাবার্তা অসংলগ্ন। তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
আরআইএস/