বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার, মহাসচিব রঞ্জন কর্মকার, প্রচার ও জনসংযোগ উপ-কমিটির আহ্বায়ক উম্মে বাতুল মাহমুদা খাতুন মীনা, সদস্য সচিব কাজী মোয়াজ্জেম হোসেন।
সাংবাদিক সমিতির পক্ষে বক্তব্য রাখেন ডুজার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন, সহ-সভাপতি মীর আরশাদুল হক।
আগামী ২৯ সেপ্টেম্বর বিকেল ৪টায় সিনেট ভবনে অ্যালমনাই অ্যাসোসিয়েশানের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এতে প্রধান অতিথি থাকবেন জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, স্বাধীনতা পদকপ্রাপ্ত শাইখ সিরাজ, বাংলা একাডেমি রবীন্দ্র-পুরস্কারপ্রাপ্ত ফাহিম হোসেন চৌধুরীকে সম্মাননা দেওয়া হবে।
মতবিনিময় সময় অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হবে না, এটা আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কাজে আমরা পর্যাপ্ত অর্থ খরচ করি।
মহাসচিব রঞ্জন কর্মকার বলেন- আমরা কিছু সামাজিক উদ্যোগ নিয়েছি। মাদক, সন্ত্রাস, বাল্যবিয়ে, যৌতুক এ বিষয়গুলো নিয়ে কাজ করছে আমাদের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে।
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
এসকেবি/ওএইচ/