ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে ভর্তি: জালিয়াতি ধরা পড়লে ২ বছর জেল

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
জাবিতে ভর্তি: জালিয়াতি ধরা পড়লে ২ বছর জেল সাংবাদিকদের সঙ্গে মতবিনিমিয় সভা। ছবি: বাংলানিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতি ধরা পড়লে জড়িতদের সর্বোচ্চ দুই বছরের জেল দেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিকদার মো. জুলকারনাইন।

রোববার (৩০ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে জাবি ভর্তি পরীক্ষা। চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত।

শনিবার (২৯ সেপ্টেম্বর) ভর্তি পরীক্ষার সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিমিয় সভায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিকদার মো. জুলকারনাইন বলেন, রোববার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টায় ‘এ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে চলতি বছরের ভর্তি পরীক্ষা শুরু হবে। তবে এবারের ভর্তি পরীক্ষায় যে কোনো ধরনের জালিয়াতির ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে দায়িত্বে থাকবে ভ্রাম্যমাণ আদালত। জালিয়াতের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দুই বছরের জেল দেওয়া হবে।  

তিনি বলেন, ভর্তি পরীক্ষা যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এজন্য তৎপর থাকবে প্রক্টরিয়াল বডিসহ শৃংখলা রক্ষা ও নিরাপত্তা কমিটি। সেই সঙ্গে ১৫৬ জন পোশাক পরিহিত পুলিশ ক্যাম্পাসে অবস্থান করবেন। এছাড়াও সাদা পোশাকে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও তৎপর থাকবেন।  

চলতি বছর জাবি ভর্তি পরীক্ষায় ১ হাজার ৮৮৯ আসনের বিপরীতে ৩ লাখ ৬ হাজার ২৫৮ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

ভর্তি পরীক্ষার তথ্য ও বিস্তারিত সূচি https://ju-admission.org/ এই ওয়েবসাইট থেকে জানা যাবে।  

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
এএইচ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।