রোববার (৩০ সেপ্টম্বর) সকাল ৯টায় ১ম শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিকেল ৫টা পর্যন্ত পাঁচ শিফটে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বিভিন্ন অনুষদ ঘুরে পরীক্ষার হলগুলো পরিদর্শন করে।
‘এ’ ইউনিটে ৪৩৫টি আসনের বিপরীতে ৬২ হাজার ২১৫ জন শিক্ষার্থী আবেদন করেছে।
১ অক্টোবর ‘এ’ ইউনিটের পরবর্তী তিনটি শিফটের পরীক্ষা এবং ‘এইচ’ ইউনিটের তিন শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিকদার মো. জুলকারনাইন বলেন, এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরীক্ষা সুষ্ঠভাবে চলছে। নিরাপত্তাকর্মীরা সজাগ রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
এএ