ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেসরকারি কর্মচারীদের চাকরি সরকারিকরণের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৮
বেসরকারি কর্মচারীদের চাকরি সরকারিকরণের দাবি দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়/ছবি- শাকিল

ঢাকা: সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের বেসরকারি কর্মচারীদের নিয়োগের তারিখ থেকে সরকারিকরণ ও চাকরিকরণের আগ পর্যন্ত সরকারি স্কেল অনুযায়ী বেতনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সরকারি স্কুল ও কলেজ বেসরকারি কর্মচারী ইউনিয়ন।

সোমবার (০৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।  

ইউনিয়নের সভাপতি দুলাল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিবর রহমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন খুলনা বিভাগের কর্মচারী পরিষদের সভাপতি লিটন দত্ত, সাধারণ সম্পদক মো. মুকাব্বের ফকির, সিলেট বিভাগের কর্মচারী পরিষদের সভাপতি ওমর ফারুক প্রমুখ।

এ সময় বক্তারা নির্বাচনের আগেই দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান।  

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
টিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।