বুধবার (১০ অক্টোবর) দুপুর তিনটায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি ওয়ালিউল্লাহ সা’দ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, এবারের অলিম্পিয়াডে দেশের বিভিন্ন জেলার প্রায় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের চার হাজার শিক্ষার্থী অংশ নেবে।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক সোহরাব সরকার স্বাধীন, সহ-সভাপতি নূরুল মোস্তফা বিন বশির, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, দফতর সম্পাদক তারেক আজিজ, সাহিত্য সম্পাদক মোস্তাফিজ সনেট, সমাজকল্যাণ সম্পাদক ঈশিতা কবির তন্বী প্রমুখ।
উল্লেখ্য, ২০০৬ সালে প্রতিষ্ঠিত বিজ্ঞানভিত্তিক এ সংগঠনটি চলতি বছরের আগস্ট মাসে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের অধিভুক্ত হয়। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় উল্লেখযোগ্য অবদান রেখেছে সংগঠনটি। প্রতিবছর একটি বিজ্ঞান সাময়িকী, একটি বিজ্ঞান মেলা, বৃক্ষরোপন কর্মসূজি, শীতবস্ত্র বিতরণ ও সায়েন্টিফিক কর্মশালার আয়োজন করে আসছে সংগঠনটি।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
ওএইচ/