শুধু জেএসসিতে পাসের হার ৮৫ দশমিক ২৮ শতাংশ। আর জেডিসিতে পাসের হার ৮৯ দশমিক ০৪ শতাংশ।
সচিবালয়ে সংবাদ সম্মেলনে সোমবার (২৪ ডিসেম্বর) শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ জেএসসি-জেডিসি পরীক্ষার ফল তুলে ধরেন। পরে ফলাফলের সারসংক্ষেপ থেকে পর্যালোচনা করে দেখা যায়, এবার ভালো ফলের অর্থাৎ, জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে ঢাকা বোর্ড এগিয়ে রয়েছে। তবে গড় পাসে এগিয়ে বরিশাল বোর্ড।
পাসের হার বরিশাল বোর্ডে সবচেয়ে বেশি ৯৭ দশমিক ০৫ শতাংশ এবং সিলেট বোর্ডে সবচেয়ে কম ৭৯ দশমিক ৮৩২ শতাংশ। আর জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে সবার উপরে ঢাকা বোর্ড। এবার ঢাকা বোর্ডে ২২ হাজার ৩৩৪ জন জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে তলানিতে শিক্ষামন্ত্রীর এলাকা অর্থাৎ, সিলেট বোর্ড। সিলেট বোর্ডে এবার মাত্র ১ হাজার ৬৯৮ জন জিপিএ-৫ পেয়েছে।
অন্যদিকে মাদরাসা বোর্ডের অধীনে জেডিসিতে এবার ৮৯ দশমিক ০৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। জেডিসিতে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৮৭ জন।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
এসএম/এএ