এদের মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ৭২৫ জন। প্রাথমিকে পাশের হার ৯৮.৫০ শতাংশ।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, ২০১৮ সালে সাতক্ষীরা জেলা থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩০ হাজার ৮৭০ জন অংশগ্রহণকারীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার হাজার ৭২৫ জন। 'এ' গ্রেড পেয়েছে ৯ হাজার ২২২জন, 'এ-' পেয়েছে ৫ হাজার ৪৩৬জন, 'বি' গ্রেড পেয়েছে ৪ হাজার ৯৩৪জন, 'সি' গ্রেড পেয়েছে ৫ হাজার ৪৭৪ জন, 'ডি' গ্রেড পেয়েছে ১ হাজার ৫২৯ জন এবং অকৃতকার্য হয়েছে ৫৫০জন।
ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে অংশগ্রহণকারীর মধ্যে ৪ হাজার ১৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৮ জন, এ গ্রেড পেয়েছে ৯২৪জন, 'এ-' পেয়েছে ৭৫৮ জন, 'বি' গ্রেড পেয়েছে ৮৩৩ জন, 'সি' গ্রেড পেয়েছে ১ হাজার ১৬০ জন, 'ডি' গ্রেড পেয়েছে ৪১ জন এবং অকৃতকার্য হয়েছে ২০জন।
সোমবার সারাদেশে একযোগে এ ফলাফল প্রকাশিত হয়।
বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
এইচএমএস/এমকেএম