ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশালে খোলা ৫ কোচিং সেন্টারকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৯
বরিশালে খোলা ৫ কোচিং সেন্টারকে জরিমানা খোলা থাকায় বরিশালের কোচিং সেন্টারকে জরিমানা

বরিশাল: নিষিদ্ধ সময়ে কোচিং সেন্টার চালানো বন্ধ রাখতে বরিশালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। 

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।  

নগরের গোড়াচাঁদা দাস রোড, বগুড়া রোড, হাসপাতাল রোড, বিএম কলেজ রোড এলকাসহ বিভিন্ন এলকায় এ অভিযান চালানো হয়।

 

অভিযানে বেশিরভাগ কোচিং সেন্টারকে তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেলেও পাঁচটি কোচিং সেন্টারের কার্যক্রম চালু পান ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও কয়েকটি কোচিং সেন্টার বাইরে থেকে তালাবদ্ধ রেখে ভিতরে পাঠদান কার্যক্রম চালালেও ভ্রাম্যমাণ আদালত কৌশলে ধরে ফেলেন।  

পরে গোড়াচাঁদ দাস রোড এলাকায় ইডেন গার্লস একাডেমির মো. তানজিল খান, বিএম কলেজ রোড এলাকার সাইফুরস কোচিংয়ের হারুন অর রশিদ, বৈদ্যপাড়া এলাকার নলেজ একাডেমির মাহফুজুর রহমান, অনির্বান কোচিংয়ের অঞ্জন বণিক, বিসিএস একাডেমির মো. মিন্টুকে সরকারি নির্দেশ অমান্য করার দায়ে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক ১ হাজার টাকা করে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।  

কয়েকটি কোচিং সেন্টারের অফিস খোলা অবস্থায় দেখলে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট বন্ধ করে দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী জানান, পরবর্তীতে অভিযান অব্যাহত থাকবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
এমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।