ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এসএসসির প্রথম দিন অনুপস্থিত ১০৩৮৭ জন শিক্ষার্থী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৯
এসএসসির প্রথম দিন অনুপস্থিত ১০৩৮৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা (ফাইল ছবি)

ঢাকা: আটটি সাধারণ বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সারা দেশে ১০ হাজার ৩৮৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো। এদিন বহিষ্কার হয়েছে ২৪ জন পরীক্ষার্থী।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার (০২ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়েছে।

অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ঢাকায় ১ হাজার ৩৯৬ জন, রাজশাহীতে ৭৬২ জন, কুমিল্লায় ৬৩১ জন, যশোরে ৪৬৩ জন, চট্টগ্রামে ৪৭৭ জন, সিলেটে ৩১৮ জন, বরিশালে ৩৯০ জন, দিনাজপুরে ৫৪১ জন অনুপস্থিত ছিলো।

এছাড়া মাদরাসা বোর্ডে ৩ হাজার ৭৮৮ জন ও কারিগরিতে ১ হাজার ৬২১ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো।

বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে ঢাকায় ১ জন, বরিশালে ৩ জন, দিনাজপুরে ১ জন, মাদরাসা বোর্ডে ৬ জন ও কারিগরিতে ১৩ জন।

নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এসএসসি-সমমানে এবার মোট পরীক্ষার্থী ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন। এর মধ্যে ১৭ লাখ ১০২ জন এসএসসি, দাখিলে ৩ লাখ ১০ হাজার ১৭২ জন এবং ভোকেশনালে ১ লাখ ২৫ হাজার ৫৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।  

প্রথম দিন বাংলা প্রথম পত্রের ১৭ লাখ ৯৮ হাজার ৭০৬ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলো ১৭ লাখ ৮৮ হাজার ৩১৯ জন।  

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৯
এমআইএইচ/এমজেএফ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।