ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বয়সসীমা বাড়ছে রাবির তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৯
বয়সসীমা বাড়ছে রাবির তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগে বয়সসীমা পাঁচ বছর বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ৪৮৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাবি সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. আব্দুল আলীম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগের ক্ষেত্রে চাকরির আবেদনের বয়স পাঁচ বছর বাড়ানো হয়েছে। আগে চাকরির আবেদনের বয়স ছিল ৩০। সিন্ডিকেট সভায় সেটা বাড়িয়ে ৩৫ বছর করা হয়।

চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক শিবলী ইসলাম বলেন, মাস্টার রোলে কর্মরত কর্মচারীদের অবস্থা খুবই শোচনীয়। ১৫ বছরের অধিক সময় ধরে অনেকে কাজ করছেন। তবে তাদের চাকার স্থায়ী হয়নি। তাদের নিয়োগের বয়স এখন নেই। সেই দিক দিয়ে যদি তাদের নিয়োগের বিষয়টি দেখা হয় তাহলে অবশ্যই পজিটিভ।

তবে ভিন্নমত পোষণ করে বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসুদ বলেন, এর আগের প্রশাসন নিয়োগের বিষয়ে একটি কড়াকড়ি যোগ্যতা নির্ধারণ করেছিল। ওই বয়সটা একদিক দিয়ে ভালো ছিল। এখন বয়স বাড়ানোর বিষয়টির রাজনৈতিক নিয়োগের উদ্দেশে থাকতে পারে। বয়স বাড়লে আজেবাজে লোক ঢোকানোর একটা পথ তৈরি হয়।  

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৯
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।